প্রয়োজনীয় সময়ের একদিনও বেশি থাকতে চাই না: উপদেষ্টা ফরিদা আখতার
অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এই সরকারের প্রয়োজনীয় সময়টাকে যদি বিলম্ব কেউ মনে করে সেটা অন্য বিষয়। আমরা প্রয়োজনীয় সময়ের একদিনও বেশি থাকতে চাই না। সেটা সময় নির্ধারণ করবে। ডিসেম্বর মাস পার হতে দিন। কারণ অনেকগুলো সংস্কারের রিপোর্ট আসবে। তার প্রেক্ষিতে পরবর্তী ধাপ বোঝা যাবে। যে সংস্কার কমিশন গঠিত হয়েছে, এর প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ধাপ বোঝা যাবে।
রোববার (১৭ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ নীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে বিজ্ঞান মেলায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় উপদেষ্টা ফরিদা আখতার বলেন, জুলাই বিল্পবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে এটা যেন পূর্বের অবস্থায় ফিরে না যায়। পূর্বের যে অনাচার ছিল, অত্যাচার ছিল ও দুর্নীতি ছিল সেগুলো যেন কিছুটা হলেও আমরা ঠিক করে যেতে পারি। আমরা নিশ্চিত পুরোটা ঠিক করতে পারবো না, কিন্তু সঠিকভাবে নির্বাচিত একটা সরকার আসতে পারলে জনআখাঙ্ক্ষা পূর্ণ করার মতো একটা পরিবেশ হবে।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন এই সরকার ছাত্রজনতার রক্তের ওপর দিয়ে গঠিত সরকার। এটা নিয়ে আমরা হেলাফেলা করতে পারি না। আমাদের কিছু দায়িত্ব আছে, যে দায়িত্বগুলো একটা জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ভাল সরকার গঠিত হতে পারে, পরিবেশ তৈরি করতে সংস্কার করা। আমরা নিজেদের ইচ্ছেমতো কিছু করছি না।
বিজ্ঞান মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি তৌফিকুল ইসলাম প্রমুখ।
আরটিভি/এমকে
মন্তব্য করুন