রাঙ্গামাটি হবে ‘বিশুদ্ধ বাতাসের শহর’
রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা রাঙ্গামাটিকে বিশুদ্ধ বাতাসের শহর ঘোষণার প্রস্তাব করেন। তিনি বলেন, পাহাড় আর হ্রদের মিতালি রাঙ্গামাটির বিশুদ্ধতাকে আরও বাড়িয়ে তোলে।একিউআই-এর মান অধিকাংশ সময় ৫০-এর কম থাকে। যে কারণে রাঙ্গামাটিকে বিশুদ্ধ বাতাসের শহর বলা যায়।
সোমবার (১৮ নভেম্বর) রাঙ্গামাটি জেলাপ্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা সভায় তিনি এ প্রস্তাব করেন।
তিনি বলেন, একিউআই তথ্যানুসারে ০ থেকে ৫০ পর্যন্ত গুড এয়ার কোয়ালিটি, ৫১ থেকে ১০০ পর্যন্ত মডরেট এয়ার কোয়ালিটি, ১০১ থেকে ১৫০ পর্যন্ত আনহেলথি এয়ার কোয়ালিটি এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত সেনসেটিভ গ্রুপ আনহেলথি কোয়ালিটি হিসেবে পরিমাপ করা হয়। রাঙ্গামাটি শহরে একিউআই-এর মান ১৭ থেকে ২০ এর মধ্যে থাকে, যা গুড এয়ার কোয়ালিটি। ফলে রাঙ্গামাটিকে বিশুদ্ধ বাতাসের শহর হিসেবে ঘোষণা করা হলে দেশ-বিদেশের লোকজন ভ্রমণের জন্য রাঙ্গামাটিকে বেছে নেবে সর্বাগ্রে। প্রকৌশলী সবুজ চাকমার এ প্রস্তাবে জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানসহ উপস্থিত সকলে তাকে সাধুবাদ জানায়।
আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপন করার আগে সকালে তিনি তার ফেসবুকে রাঙ্গামাটি শহরের ছবির সঙ্গে উপরোক্ত তথ্যটি পোস্ট করেন। তার এ পোস্টের পর অসংখ্য লোকজন তা শেয়ার করে তার প্রস্তাবের পক্ষে সমর্থন জানান।
জেলাপ্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, বিষয়টি অবশ্যই চমকপ্রদ। পরীক্ষা-নীরিক্ষা ও রাঙ্গামাটির প্রাকৃতিক পরিবেশের ধারণা নিয়ে রাঙ্গামাটি শহরকে বিশুদ্ধ বাতাসের শহর হিসেবে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত বিবেচনা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক জোবাইদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইফুল ইসলাম, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আহামদ শফি, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল প্রমুখ।
আরটিভি/এমকে-টি
মন্তব্য করুন