নসিমনের চাপায় গৃহবধূ নিহত
পটুয়াখালীর মহিপুরে নলকূপের পাইপ বোঝাই নসিমন উল্টে চাপা পড়ে মিনারা বেগম (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহিপুর থানার ধূলাসার ইউনিয়নের চরচাপলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ স্থানীয় বাসিন্দা ছগির হাওলাদারের স্ত্রী। নিহত মিনারা বেগমের ফারজানা (৮) ও সাইমুন (৫) নামের দুটি সন্তান রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গৃহবধূ সকালে থালা বাসন ধৌত করার জন্য বাড়ির পাশের পুকুর ঘাটে বসেছিলেন। এ সময় পাশের রাস্তা দিয়ে নলকূপের পাইপ বোঝাই নসিমন উল্টে তার গায়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূ। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছি। নিহত মিনারা বেগমের পরিবারের কোন অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের সিদ্ধান্ত নিয়েছে পরিবার।
আরটিভি/এএএ/এআর
মন্তব্য করুন