• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

নসিমনের চাপায় গৃহবধূ নিহত

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২৪, ১৫:৪১
ছবি : আরটিভি

পটুয়াখালীর মহিপুরে নলকূপের পাইপ বোঝাই নসিমন উল্টে চাপা পড়ে মিনারা বেগম (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহিপুর থানার ধূলাসার ইউনিয়নের চরচাপলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ স্থানীয় বাসিন্দা ছগির হাওলাদারের স্ত্রী। নিহত মিনারা বেগমের ফারজানা (৮) ও সাইমুন (৫) নামের দুটি সন্তান রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গৃহবধূ সকালে থালা বাসন ধৌত করার জন্য বাড়ির পাশের পুকুর ঘাটে বসেছিলেন। এ সময় পাশের রাস্তা দিয়ে নলকূপের পাইপ বোঝাই নসিমন উল্টে তার গায়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূ। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছি। নিহত মিনারা বেগমের পরিবারের কোন অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের সিদ্ধান্ত নিয়েছে পরিবার।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমনের বাম্পার ফলন, সোনালি ধানে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন
পাল্টাপাল্টি পরকীয়ার অভিযোগ, স্ত্রীকে বাড়িছাড়া করতে যা করলেন স্বামী
পটুয়াখালীতে দাঁড়াশ ও পদ্ম গোখরা উদ্ধার
বাউফলে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু