ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ফেসবুকে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়ায় ছাত্রদল কর্মীদের পেটাল নিষিদ্ধ ছাত্রলীগ

আরটিভি নিউজ

রোববার, ২৪ নভেম্বর ২০২৪ , ১১:০৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবিতে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়ায় ছাত্রদলের তিন কর্মীকে বেদম পিটুনি দিয়ে আহত করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

রোববার (২৪ নভেম্বর) সকালে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জুলুহার বাজারে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন একই এলাকার সহিদুল ইসলামের ছেলে মো. সিয়াম, মজিবুর রহমানের ছেলে রিয়াদ এবং ফারুক হোসেনের ছেলে ফারজু। তারা সমুদয়কাঠি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী।

বিজ্ঞাপন

জানা যায়, উপজেলার জুলুহার গ্রামের আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের ছেলে রিয়াদ ফেসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট করেন। এই ছবিতে ছাত্রদলের কয়েকজন ‘হা হা রিঅ্যাক্ট’ দেন। এতে ক্ষিপ্ত হয়ে মো. সিয়াম, রিয়াদ এবং ফারজু হামলা চালিয়ে ছাত্রদলের সিয়াম, হাসান ও রিয়ানকে পিটিয়ে আহত করেন।

সমুদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন জানান, তারা ক্ষমতায় না থেকেও আমাদের ছাত্রদলের ভাইদের ওপর হামলা চালাচ্ছে। ক্ষমতায় থাকাকালে গোটা ইউনিয়নে রিয়াদ ও তার বাহিনী সন্ত্রাসী কার্যক্রম করে বেড়িয়েছেন। আইনের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।

সমুদয়কাঠি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির জানান, সকালে দুদল বাজারে মারামারি করেছে বলে জানতে পেরেছি। শুনেছি ছাত্রলীগের ছেলেরা ফেসবুকে নাকি শেখ হাসিনার ছবি ছেড়েছিল। ছাত্রদলের ছেলেরা তাতে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়া নিয়ে ওই ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

তবে এ ঘটনায় জড়িত নিষিদ্ধ ছাত্রলীগের কারো বক্তব্য পাওয়া যায়নি।

নেছারাবাদ থানার ওসি বনি আমিন বলেন, ‘এ ধরনের একটা ঘটনা শুনেছি। তদন্তের পরে বিস্তারিত জানাতে পারব।’

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |