• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

খাবারে বিষ মিশিয়ে গরু মেরে ফেলার অভিযোগ

আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২৪, ১৪:২২

পূর্বশত্রুতার জেরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দুটি গরুকে মেরে ফেলার অভিযোগ উঠেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে এদিন ভোররাতে উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতলা গ্রামে এ ঘটনা ঘটে। আবুল হোসেন সোনারায় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

তিনি বলেন, বাড়িতে দেশি জাতসহ ৬টি গরু লালনপালন করি। শনিবার রাতে গোয়াল ঘরে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়ি। পরে সকালে গোয়াল ঘরে গিয়ে দেখি দুটি গরু মরে পড়ে আছে। রাতে কোনো একসময় বিষ প্রয়োগ করা খাবার খেয়েই গরু দুটির মৃত্যু হয়েছে। এরমধ্যে একটি গাভি ৫ মাস আগে ও অপরটি এক বছর আগে দুটি বাছুরের জন্ম দেয়। গাভি দুটি প্রতিদিন ১০ থেকে ১২ লিটার দুধ দিত।

পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন গরু দুটি মেরে ফেলেছেন বলে অভিযোগ করেন তিনি। এর আগেও প্রতিপক্ষের লোকজন বিষ প্রয়োগ করে তাদের গোয়ালের তিনটি গরু মেরে ফেলেছেন।

সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে বলেন, গরু দুটির মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য ল্যাবে বিভিন্ন নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর সঠিক কারণ জানা যাবে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। মৃত গরু দুটির ময়নাতদন্তের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তর নমুনা সংগ্রহ করেছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরটিভি/এফআই/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে অনুপ্রবেশের চেস্টাকালে দুই যুবক আটক
পাহাড়তলীতে মিলল ২ বিদেশি অস্ত্রসহ ১৬ রাউন্ড গুলি 
মামলার তদন্ত করতে গিয়ে প্রেম, অতঃপর...
দুই কোটি টাকার স্বর্ণের ১৪টি বারসহ তিন ট্রেনযাত্রী আটক