ঢাকাবৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

শিল্পপতির বাড়িতে স্বামী-স্ত্রীকে হাত-পা বেঁধে ডাকাতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ , ০১:১৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিম মালার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল বাড়ির জানালার গ্রিল কেটে ব্যবসায়ীর পুত্র ও পুত্রবধূর হাত পা বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৭ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।

বিজ্ঞাপন

বুধবার (২৭ নভেম্বর) ভোরে সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই নজরুল ইসলাম।

বিজ্ঞাপন

রেজাউল করিম মালা জানান, ভোরে তার দোতলা বাড়ির পেছনের জানালার গ্রিল কেটে ছয়জন ডাকাত রুমে ঢুকে। এ সময়ে বাইরে আরও ডাকাত সদস্যরা ছিল। মুখোশধারী ডাকাতরা প্রথমে তার ছোট ছেলে আলাউদ্দিনের কক্ষে ঢুকে আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিনের হাত পা বেঁধে ফেলে। এরপর মারধর করে নাসরিনের শরীরে থাকা ও আলমারি থেকে স্বর্ণলাংকার লুটে নেয়। সেই সঙ্গে নগদ ৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময়ে দুটি গুলি করে।

এ বিষয়ে এসআই নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল সিসিটিভি ফুটেজসহ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। ডাকাতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |