ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নাটোরে ৫ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ

আরটিভি নিউজ

শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ , ০১:০৩ এএম


loading/img
ছবি: সংগৃহীত

নাটোর সুগার মিলস লিমিটেডের ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ নভেম্বর) ডঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে এই মাড়াই মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের উপ-সচিব ও পরিচালক আবুল কালাম আজাদ।

চলতি মাড়াই মৌসুমে ৯০ হাজার টন আখ মাড়াই করে পাঁচ হাজার ১৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের গড় হার ধরা হয়েছে ৫ দশমিক ৭০ শতাংশ।

বিজ্ঞাপন

এর আগে গত বছর চিনিকলটি ৬৯ হাজার ৮৪৪ টন আঁখ মাড়াই করে তিন হাজার ২১৪ টন চিনি উৎপাদন করে। 

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতার জাহান সাথী, বাংলাদেশ আখ চাষি ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মুসলিম উদ্দিন প্রামাণিক প্রমুখ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |