• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

সংস্কার থেকে নির্বাচন সবটাই সম্পন্ন করব: ফারুক-ই-আজম

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৬
সংস্কার থেকে নির্বাচন সবটাই সম্পন্ন করবো: ফারুক-ই-আজম
ছবি: আরটিভি

আমরা সংস্কার থেকে নির্বাচন সবটাই সম্পন্ন করব, এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কোল্লাপাথর শহীদ সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি জানাতে আসলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সংস্কারের বিষয়ে যে কমিশন রয়েছে তারা রিপোর্ট দিলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে নির্বাচনে যাবে সরকার।

উপদেষ্টা ফারুক-ই-আজম আরও বলেন, ‘যারা মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন, তারা জাতির সঙ্গে প্রতারণা করেছেন। এই প্রতারকদের চিহ্নিত করা আমাদের সবার দায়িত্ব।’

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান, ব্রাহ্মণবাড়িয়া এডিসি সার্বিক মো. সাইফুল ইসলাম, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ শাহরিয়ার মুক্তার, সহকারী কমিশনার ভূমি গোলাম সারওয়ারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গত ৩ নির্বাচনে সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন: বদিউল আলম
নবগঠিত সংস্কার কমিশন প্রধানদের মর্যাদা নিয়ে প্রজ্ঞাপন
সংবিধান সংস্কারে দেশব্যাপী জনমত জরিপ শুরু শিগগিরই: আলী রীয়াজ
দেশের শ্রম আইনকে বৈশ্বিক মানদণ্ডে নিতে চান ড. ইউনূস