সিরাজগঞ্জে হেরোইনসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ০৩:৪১ পিএম


সিরাজগঞ্জে হেরোইনসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ শহরে হেরোইনসহ বাবু শেখ (৪৫) নামে সাজাপ্রাপ্ত এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের মাসুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে ৩২ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। 

এ সময় তার সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ ৮ হাজার ৮৫০ টাকাও জব্দ করা হয়।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কে এম মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেন। আটককৃত বাবু সেখ সিরাজগঞ্জ পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মাহমুদপুর মহল্লার দানিজ সেখের ছেলে। 

এ বিষয়ে কে এম মাসুদ রানা বলেন, পুলিশের সহযোগিতায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ৩২ গ্রাম হেরোইনসহ বাবুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা চলমান। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission