যুক্তরাষ্ট্রে পুলিশের পোশাকে নারী এমপিকে স্বামীসহ গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৫ জুন ২০২৫ , ০৪:০৮ এএম


যুক্তরাষ্ট্রে পুলিশের পোশাকে নারী এমপি ও তার স্বামীকে গুলি করে হত্যা
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় একজন নারী এমপি ও তার স্বামীকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকারী পুলিশের পোশাকে ছিলেন বলে জানা গেছে। 

বিজ্ঞাপন

স্থানীয় সময় শনিবার (১৪ জুন) ভোরে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের। 

ব্রিটিশ বার্তাসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, একই বন্দুকধারীর হামলায় আরেকজন আইনপ্রণেতা ও তার স্ত্রী আহত হয়েছেন। মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ এ ঘটনাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

নিহত আইনপ্রণেতার নাম মেলিসা হর্টম্যান। মিনেসোটার সাবেক এই স্পিকার ডেমোক্র্যাট দলের রাজনীতিক। তার স্বামীর নাম মার্ক। তাদের দুজনকে মিনিয়াপোলিসের পাশে নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন গভর্নর টিম ওয়ালজ।

একই ব্যক্তির হামলায় আহত হয়েছেন সিনেটর জন হফম্যান ও তার স্ত্রী ইভেট। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সন্দেহভাজন বন্দুককারী প্রথমে হফম্যান দম্পতিকে গুলি করে। এর দেড় ঘণ্টার মধ্যে হর্টম্যান দম্পতির বাড়িতেও একই ঘটনা ঘটানো হয়। পুলিশের সঙ্গে গোলাগুলির পর বন্দুকধারী পালিয়ে গেছে। এখন তাকে খুঁজে বের করতে বড় ধরনের অভিযান শুরু করেছে পুলিশ।

বিজ্ঞাপন

এদিকে আইনপ্রণেতা নিহতের ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মিনেসোটার ভয়াবহ গুলির ঘটনা সম্পর্কে আমাকে জানানো হয়েছে। আইনপ্রণেতাদের উদ্দেশ্যমূলকভাবে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলেই মনে হচ্ছে। এমন ভয়ংকর সহিংসতা যুক্তরাষ্ট্রে সহ্য করা হবে না।

বিজ্ঞাপন

এমন এক সময়ে এ ঘটনা ঘটল, যখন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিভাজন খুব তীব্র হয়ে উঠেছে। ট্রাম্পের নীতির বিরুদ্ধে শনিবার সকাল থেকে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে।

আরটিভি/এসএইচএম

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission