• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

ফিরতে শুরু করেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২৪, ১৬:১০

রাঙ্গামাটির বাঘাইছড়ির পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে আটকা পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছেন। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাজেক থেকে সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ির উদ্দ্যেশে তারা ফিরতে শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সারাদিন বাঘাইছড়ির সাজেকে আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলি হয়। এতে করে সাজেক খাগড়াছড়ি সড়কে যান চলাচল না করায় পর্যটকরা মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল থেকে বুধবার(৪ ডিসেম্বর) সকাল পর্যন্ত সাজেকে অবস্থান করেন।

সাজেক কটেজ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, যারা মঙ্গলবার বিকালে আটকা পড়েছিল এবং আজকে সকালে যাদের চলে যাবার কথা ছিল দুপুর ২টার পর সেনা সহায়তায় তারা সাজেক ছেড়ে গেছেন।

তিনি আরও বলেন, ২ দিনের জন্য যারা এসেছে তাদের মধ্যে কিছু পর্যটক এখনো সাজেকে আছেন।

বাঘাইছড়ি উপজেলা নিবার্হী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় দুপুর ২টার দিকে পর্যটকরা সাজেক থেকে খাগড়াছড়ির দিকে রওনা দিয়েছে।

আরটিভি/এফআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজার সৈকতে পর্যটক হত্যায় কাউন্সিলর আটক
পথ হারালেন মাঝি, ৯৯৯-এ কল পেয়ে ১৪ পর্যটককে উদ্ধার
সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে, ৬ শিক্ষার্থী আহত
পর্যটকবাহী গাড়ি উল্টে ৯০ ফুট গভীর খাদে, আহত ৫