আ.লীগকে ক্ষমা করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে: দুলু

আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ , ০৬:৫৮ পিএম


আ.লীগকে ক্ষমা করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে: দুলু

আওয়ামী লীগকে ক্ষমা করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে সিংড়া কোর্ট মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

রুহুল কুদ্দুস তালুকদার বলেন, বাংলাদেশের ফেরাউন-নমরুদ হচ্ছে শেখ হাসিনার দোসররা। তাদের ক্ষমা করা যাবে না। বাংলাদেশে তারা এত অন্যায়, জুলুম ও অত্যাচার করেছে যে তাদের নামও কেউ মুখে মুখে নিতে চায় না।

বিজ্ঞাপন

তিনি বলেন, আওয়ামী লীগের রক্ত, মাংস ও অস্থিতে ফ্যাসিজম মিশে আছে। জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে তারা প্রায় দুই হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। 

বিএনপির এ নেতা বলেন, শুধু হাসিনার ইতিহাসই হত্যাকাণ্ডের ইতিহাস নয়, স্বাধীনতা পরবর্তীতে ১৯৭২ সালে ক্ষমতায় আসার পর শেখ মুজিবুর রহমানও হাজার হাজার মানুষকে হত্যা করেছিলেন। একনায়কতান্ত্রিক রাষ্ট্র কায়েম করার চেষ্টা চালিয়েছিলেন। শেখ মুজিব চারটি পত্রিকা বাদে দেশের সকল পত্রিকা নিষিদ্ধ করেছিলেন। কিন্তু ইতিহাসের পথপরিক্রমায় আজ আওয়ামী লীগের রাজনীতিই বাংলার মাটিতে অঘোষিতভাবে নিষিদ্ধ হয়ে গেছে।

অ্যাডভোকেট রুহুল কুদ্দুস বলেন, শেখ হাসিনা জেলায় জেলায় সন্ত্রাসের গডফাদার তৈরি করেছিলেন। নাটোরে অবৈধ এমপি শিমুল আর সিংড়ায় ফাইভস্টার বাহিনীর জনক পলককে তৈরি করেছেন। তাদের কাজই ছিল বিএনপির সিনিয়র নেতাদের ওপর হামলা করা। সিংড়ার সাবেক এমপি কাজী গোলাম মোর্শেদের ওপর হামলা চালিয়েছে তারা।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পলকের সন্ত্রাসী বাহিনীকে সিংড়ায় আবারও নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। আমি বলে দিতে চাই, তাদেরকে বিএনপির যেসব নেতা টাকা খেয়ে আসার সুযোগ করে দেবে, তাদের বিরুদ্ধে দলীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পলক আজ ৪০ হাজার কোটি টাকার মালিক। অথচ বিএনপির সাবেক এমপি-মন্ত্রীরা খেতে পায় না। আওয়ামী লীগের লোকজন ভোট ছাড়া এমপি হয়ে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। এই টাকা সিংড়ার জনগণের টাকা। এই টাকার মালিক বাংলার সাধারণ জনগণ।

সমাবেশে সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

আরটিভি/এসএইচএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission