• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ২০

আরটিভি নিউজ

  ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫
আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ২০
ফাইল ছবি

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার পুরাতন ট্রলারঘাটে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মাদারীপুর শহরের লঞ্চঘাট এলাকার নিরব বেপারীর সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব রাস্তি এলাকার নাঈম ভূঁইয়ার বিরোধ চলে আসছিল। এরই জেরে রাতে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংঘর্ষকালে ৫ জন পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রিফাত ঢালী নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে।

আহত পুলিশ সদস্যরা হলেন, মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস মোল্লা, সুমন খান, রমজান আলী সজল, কনস্টেবল নুরুল ইসলাম খান ও কামরুল ইসলাম খান।

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে বেশ কয়েকজন আহতও আছে। এছাড়া এলাকায় উত্তেজনা বিরাজমান থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, ৬৭ জনের বিরুদ্ধে মামলা
নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
মুদি দোকানের শাটারে ঝোলানো বোমাসদৃশ বস্তু, আতঙ্কে এলাকাবাসী
ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের ৪ জন নিহত