এক যুবকের সঙ্গে ২ ভাবির পরকীয়া, দেখে ফেলায় দেবর খুন
পরকীয়া দেখে ফেলায় মোস্তাকিন মিয়া নামে এক কিশোরকে হত্যা করেছেন দুই ভাবিসহ তাদের প্রেমিক।
শনিবার (৭ ডিসেম্বর) অভিযুক্তদের কারাগারে পাঠানো হয়েছে। গত ২৪ নভেম্বর হবিগঞ্জের নবীগঞ্জে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোস্তাকিনের বড় ভাবি রোজিনা আক্তার (২৯) ও ছোট ভাবি তাসলিমা আক্তার (২৫) ও তাদের পরকীয়া প্রেমিক রায়হান উদ্দিন।
আদালতে রায়হান তার জবানবন্দিতে বলেন, দুই প্রবাসীর বউ তাছলিমা বেগম ও রোজিনা বেগমের সঙ্গে ৩ বছর আগে পরকীয়া প্রেমের সম্পর্ক হয় তার। বিষয়টি জানাজানি হলে গ্রামের সালিশে তাকে একবার জরিমানাও করা হয়। তারপরও রায়হান প্রায় তাদের বাড়িতে আসা-যাওয়া করতেন। গত ২৪ নভেম্বর রাত ৯টার দিকে তাদের বাড়িতে যান রায়হান। প্রথমে তাছলিমা বেগমের সঙ্গে মেলামেশা করেন। পরে রোজিনা বেগমের রুমে যাওয়ার সময় কিশোর মোস্তাকিন তাকে দেখে ফেলে। পরে দুই জা ও রায়হান পরিকল্পনা করে মোস্তাকিনকে হত্যা করার। তাছলিমা বেগম মোস্তাকিনের দুই পা এবং রোজিনা বেগম তার হাত ও শরীরে ধরে রাখেন। এ সময় রায়হান বাম হাত দিয়ে মোস্তাকিনের মুখ চেপে ধরে ডান হাত দিয়ে গলায় ছুরি দিয়ে জবাই করে হত্যা করেন। পরে রায়হান পালিয়ে যান। হত্যাকাণ্ডের পর পরিকল্পনামতে মোস্তাকিনের ভাবিরা চিৎকার করে কান্না করতে থাকেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। শুক্রবার রাতে পুলিশ রোজিনা ও তাসলিমাকে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) তরিকুল ইসলাম বলেন, রোজিনা ও তাসলিমার সঙ্গে রায়হানের পরকীয়া প্রেমের ঘটনাটি দেখে ফেলায় তাকে হত্যা করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরটিভি/এসএপি
মন্তব্য করুন