ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দিলো সেনাবাহিনী

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ১২:০৭ পিএম


loading/img
ছবি : আরটিভি

সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 

বিজ্ঞাপন

শনিবার (৭ ডিসেম্বর) রাতে কক্সবাজারের উখিয়া মেরিন ড্রাইভের ইনানিতে সেনাবাহিনীর পাঁচ তারকা হোটেল বে ওয়াচে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ছাড়াও বিমান বাহিনী ও নৌবাহিনী প্রধান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, নারী ফুটবল দল দুই দুইবার চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য সুনাম বয়ে এনেছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও নারী ফুটবল দল এগিয়ে যাচ্ছে উল্লেখ করেন সেনা প্রধান।

বিজ্ঞাপন

সংবর্ধনা অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান এডমিরাল মুহাম্মদ নাজমুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল নারী ফুটবলারদের সংবর্ধিত করার জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এতে আমাদের নারীরা আরও অনুপ্রাণিত হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী নারী ফুটবলারদের পুরস্কৃত করা হয়।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |