ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

রাঙ্গামাটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ , ০২:২২ পিএম


loading/img

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে রাঙ্গামাটিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সোমমার (৯ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারী এবং স্কুল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার, ড. ফরহাদ হোসেন, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন প্রমুখ। 

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি বিরোধী লড়াইয়ে তরুণদের এগিয়ে আসতে হবে। এই সমাজকে পরিবর্তন করতে পারে তরুণরা। আমাদের আগামী প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করতে হবে। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদান করতে হবে। ছাত্র-জনতার আন্দোলনের পর নতুন বাংলাদেশে সবাই দুর্নীতির বিরুদ্ধে সচেতন থাকবে।

দেশের অফিস আদালতসহ সব ক্ষেত্রে দুর্নীতি থাকবে না বলেও এ সময় আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |