ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

চাঁদপুরে ৪৪ কেজি গাঁজাসহ আটক ১

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ০৭:০৩ পিএম


loading/img
ছবি : আরটিভি

চাঁদপুরে যৌথ বাহিনী ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে ৪৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় একটি প্রাইভেটকার, দুটি মুঠো ফোন ও নগদ ১২ হাজার ২০০ টাকা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার হরিনা ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত মাদককারবারি রুবেল হাওলাদার খুলনার বাসিন্দা। 

বিজ্ঞাপন

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আহসান হাবীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং থেকে একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ গাঁজা বহন করে চাঁদপুর হয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেয়। চাঁদপুরের হরিনা ফেরিঘাট এলাকায় গাড়ি তল্লাশি করে এ মাদক উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে বহন করা ২২ প্যাকেট থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |