• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

টেকনাফ-সেন্টমার্টিন রুটে ট্রলার চলাচল বন্ধ

আরটিভি নিউজ

  ১১ ডিসেম্বর ২০২৪, ১৫:০১
ছবি: সংগৃহীত।

মিয়ানমারে সংঘাতের কারণে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটে যাত্রীবাহী ট্রলার, স্পিডবোট ও মাছ ধরার ট্রলার চলাচল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে টেকনাফ উপজেলা প্রশাসন নৌযান চলাচলের ওপর এ নিষেধাজ্ঞা জারি করে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কক্সবজার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল করছে সেন্টমার্টিনে।

তিনি জানান, বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের ২৭০ কিলোমিটার এলাকা দখলে নিয়েছে আরাকান আর্মি। সম্প্রতি আরাকান আর্মি সমুদ্রে মাছ ধরতে না দেওয়ার ঘটনায় উদ্বেগ বেড়েছিল সীমান্ত এলাকার জেলেদের মাঝে। এ অবস্থায় স্থানীয় জেলেদের নাফ নদীতে মাছ ধরতে নিরুৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফ-সেন্টমার্টিন রুটে ট্রলার চলাচল শুরু
টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ
৩৩ দিন পর টেকনাফ-সেন্টমার্টিন নৌ চলাচল স্বাভাবিক
৭ দিন পর টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচল শুরু