ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

বরিশালে আইডায়াস্পোরা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আরটিভি নিউজ

বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ০৭:৫৮ পিএম


loading/img
ছবি : আরটিভি

যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিকদের সঙ্গে বাংলাদেশীদের যুক্ত করার জন্য একটি অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম আইডায়াস্পোরা বিষয়ক সেমিনার বরিশালে অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বরিশাল শহরের সেইন্ট বাংলাদেশ এর অডিটোরিয়ামে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) ও ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

বরিশালে স্থানীয় পর্যায়ে কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থা, ক্ষুদ্র উদ্যোক্তা এবং বিভিন্ন ইয়থ ইয়ুথ গ্রুপকে নিয়ে এ আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

শুরুতে ক্রিয়েটিভ মিডিয়ার হেড অব ক্রিয়েটিভ মাহাবুব মোর্শেদ রিফাত আইডায়াস্পোরা প্লাটফর্মের বিভিন্ন দিক উপস্থাপন করেন। 

তিনি বলেন, আইডায়াস্পোরা একটি বৈশ্বিক প্লাটফর্ম। এই প্ল্যাটফর্মটি বরিশাল অঞ্চলের মানুষদের সঙ্গে যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশী বংশোদ্ভূদ নাগরিকদের সগযোগিতার মেলবন্ধন ঘটাতে সক্ষম হবে।

সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর সহকারী পরিচালক এ কে এম সাহাবুদ্দিন আহমেদ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রোগ্রাম এসোসিয়েট লুবনা ফারজানা। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আইডায়াস্পোরা সম্পর্কে তাদের নিজেদের মন্তব্য এবং মতামত তুলে ধরেন। যা ভবিষ্যতে আইডায়াস্পোরা প্ল্যাটফর্মকে অধিক কার্যকর করতে ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |