বঙ্গবন্ধুর সহচর বীর মুক্তিযোদ্ধা ‘বেদুইন সাত্তার’ আর নেই
চিরবিদায় নিলেন বঙ্গবন্ধুর সহচর বীর মুক্তিযোদ্ধা বেদুইন সাত্তার। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নড়াইলের কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের ৯৬ বছর বয়সি এই বীর মুক্তিযোদ্ধা আজীবন প্রতিবাদী ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম হিরোক।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (১৫ ডিসেম্বর) বাদ যোহর তার জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, জেলার কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের স্থানীয় মাতব্বর এবং ব্রিটিশ আন্দোলনের নেতা নোয়াই মোল্যার ছেলে আব্দুস সাত্তার মোল্যা। ১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় থেকেই রাজনীতিতে যুক্ত হয়ে বঙ্গবন্ধুর ভক্ত হয়ে যান। ১৯৬০ সালে বঙ্গবন্ধু তাকে নড়াইল সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করেন। সেই সময় থেকেই যেখানেই বঙ্গবন্ধুর সভা সেখানেই ছুটে যেতেন, সেটি খুলনা হোক অথবা চট্টগ্রাম কোনো কিছুই তাকে থামিয়ে রাখতে পারতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে ভালোবেসে বেদুইন সাত্তার নাম দেন। সদ্য স্বাধীন বাংলার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে খুলনার সার্কিট হাউজ মাঠে এক জনসভায় যার নাম দেন বেদুইন সাত্তার।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে এই কথা তিনি মহাকুমা শহর নড়াইলে এসে জানতে পারেন ১৬ আগস্ট সকালে। পরদিনই পত্রিকায় সে খবর ছাপা হয়, তিনি জানতে পারেন নিজের বাড়ির সিঁড়িতেই বুলেটে শেষ হয়েছেন বঙ্গবন্ধু। সিঁড়িতে খালি পায়ে বঙ্গবন্ধুর লাশ পড়ে থাকার কাহিনি শুনে প্রতিজ্ঞা করেন জীবনে আর স্যান্ডেল পায়ে দেবেন না। যেমন প্রতিজ্ঞা তেমনই কাজ, এরপর থেকে খালি পায়ে হেটে বেড়াতেন বেদুইন সাত্তার।
২০১০ সালে বঙ্গবন্ধুর ৫ খুনির ফাঁসি কার্যকরের খবর শুনে ৩৫ বছর পরে তিনি স্যান্ডেল পায়ে দেন। জীবনের শেষ পর্যায়ে এসে এই বীর মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হন।
আরটিভি/এমকে/এআর
মন্তব্য করুন