কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনা, নিহতদের পরিচয় মিলেছে
কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ডভ্যানচাপায় তিন নারীসহ নিহত পাঁচজনের পরিচয় মিলেছে। সোমবার সন্ধ্যায় তাদের পরিচয় শনাক্ত হয়।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাজু মিঞা।
নিহতরা হলেন—কুলিয়ারচর উপজেলার জগৎচর গ্রামের দুদু মিয়ার মেয়ে ছুহুরা খাতুন (৬২) ও হালিমা খাতুন (৬০); অপর নারী একই এলাকার আব্দুর রহিমের স্ত্রী শাহানা বেগম (৬০), রায়পুরার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি গ্রামে আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে রাজন মিয়া (১৭) ও একই ইউনিয়নের পরশ আলির ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক শাহীন আলম (২৩)।
এর আগে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের জগন্নাথপুর ব্রহ্মপুত্র ব্রিজের পূর্বপাশে বেনী বাজার এলাকায় কাভার্ডভ্যানচাপায় পাঁচজন নিহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ওসি বলেন, ‘প্রথমে দুজনের পরিচয় শনাক্ত হয়। পরে বাকি তিন নারীর পরিচয় পাওয়া যায়। এদের মধ্যে দুজন বোন।’
আরটিভি/এমকে
মন্তব্য করুন