ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

লেক থেকে উদ্ধার হলো অজ্ঞাত তরুণীর মরদেহ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ , ০৩:৫৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ২ নম্বর সেক্টরে লেক থেকে অজ্ঞাত এক তরুণীর (১৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরারটেক এলাকায় ৪ নম্বর সেতুর নিচের লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম।

বিজ্ঞাপন

এ সময় ওই তরুণীর মরদেহের পাশ থেকে মোটরসাইকেলের একটি হেলমেট ও একটি ছোট ব্যাগ পাওয়া যায়।

জানা যায়, সকাল সাড়ে ৮টায় লেকের পানিতে এক তরুণীর মরদেহ ভাসতে দেখতে স্থানীয়রা থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরেদহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়। তবে তার নাম পরিচয় এখনও জানা যায়নি।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘উদ্ধার করা মরদেহের বয়স আনুমানিক ১৭ থেকে ২০ বছর হবে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা ওই তরুণীকে হত্যা করে মরদেহ লেকের পানিতে ফেলে গেছে বলে ধারণা করছি আামরা। এ ঘটনায় রূপগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরিচয় শনাক্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা চেষ্টা করছে।’

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |