ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে ছুরিকাঘাতে হতাহত ৬ কিশোর

আরটিভি নিউজ

বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ , ০৪:৩৬ এএম


loading/img
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে দুই কিশোর নিহতসহ হতাহত হয়েছেন অন্তত ৬ জন। এর মধ্যে আহত হয়েছেন চার কিশোর। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার খোলসি গ্রামের এজাবুলের ছেলে মাসুদ (২০) ও একই উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান (১৬)। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদের মধ্যে একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

দু’জন নিহতে বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহাদ আকিদ রেহমান বলেন, আমাদের কাছে আসার পূর্বেই মাসুদ ও রায়হান মারা যায়। ইসিজি করে আমরা নিশ্চিত হই। তাদের ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। 

এদিকে, মাসুদ ও রায়হানের পরিবার জানায়, ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড, সেই সম্পর্কে কিছুই জানেন না তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে ছুরিকাঘাতে দু’জন নিহত হয়েছেন। এছাড়া আরও চার জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন এবং একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) রেজাউল করিম বলেন, বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে বাগবিতণ্ডার জেরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলেও বলে জানান তিনি।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |