ছাদ থেকে পড়ে মাদরাসাছাত্রের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে ভবন থেকে পড়ে মুহাম্মদ শফিকুল ইসলাম (২১) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার নানুপুরের জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে।
বুধবার (১৮ ডিসেম্বর) ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ
শফিক ওই মাদরাসার কিতাব বিভাগের জামাতে পঞ্জুমের ছাত্র এবং পঞ্চগড় সদরের পূর্ব তোলার ডাঙ্গা গ্রামের মুহাম্মদ সফু মিয়ার ছেলে।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদ বলেন, ‘মাদরাসা ছাত্রাবাসের তৃতীয় তলায় শফিকুল ইসলাম থাকতেন। সকালে ফজরের নামাজে সবাইকে ডেকে থুথু ফেলতে গিয়ে নিচে পড়ে যান। এতে তিনি মারাত্মকভাবে মাথায় জখম হন। পরে শিক্ষক শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে নাজিরহাটের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মঙ্গলবার বাদ আসর মাদরাসা মাঠে জানাজা শেষে মাদরাসা কর্তৃপক্ষ মরদেহ ওই শিক্ষার্থীর বাড়িতে পৌঁছে দিয়েছে।’
আরটিভি/এমকে-টি
মন্তব্য করুন