• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

স্ত্রী-সন্তানকে শ্বশুরবাড়ি রেখে এসে ঋণগ্রস্ত যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫:২৬
স্ত্রী-সন্তানকে শ্বশুরবাড়ি রেখে এসে ঋণগ্রস্ত হয়ে যুবকের আত্মহত্যা
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় মো. রফিক (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের হাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (১৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।

রফিক স্থানীয় খায়ের আহমদের ছেলে। তার স্ত্রী ও এক শিশুকন্যা রয়েছে। তিনি পেশায় একজন চায়ের দোকানের কর্মচারী।

এ বিষয়ে আনোয়ারা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানায় পুলিশ।

স্থানীয়রা জানান, রফিক কিছুদিন ধরে অর্থ সংকটে ভুগছিল, লোকজনের থেকে টাকা নিয়ে রফিক ঋণগ্রস্ত হয়ে পড়েন। পরিবারে মা-বাবা ও তিন ভাই থাকলেও সবাই পৃথকভাবে থাকেন। মঙ্গলবার দুপুরে রফিক তার স্ত্রী-সন্তানকে শ্বশুর বাড়ি রেখে আসেন। রাত ৯টার দিকে দরজা বন্ধ করে ঘরের ভেতর রশি দিয়ে রফিক ফাঁস দেয়। প্রতিবেশীরা বুঝতে পেরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, অর্থ সংকটের কারণে সে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরও বেশি পণ্য নিয়ে চট্টগ্রামে আসছে সেই পাকিস্তানি জাহাজ
হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার
চট্টগ্রামে ছাত্র আন্দোলনে অংশ নেওয়া যুবককে হত্যা
ছাদ থেকে পড়ে মাদরাসাছাত্রের মৃত্যু