• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এক আইনজীবীর মৃত্যু 

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৬
মেহেরপুরের সড়ক দুর্ঘটনায় এক আইনজীবীর মৃত্যু 
ছবি : সংগৃহীত

মেহেরপুর কুষ্টিয়া সড়কের গাড়াডোব নামক স্থানে দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোমানা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি মেহেরপুর শহরের কাশ্যবপাড়ার মৃত খোকন আলীর কন্যা এবং ঢাকা জর্জকোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

জানা যায়, রোমানা আক্তার তার চাচাতো ভাই বাবুর মোটরসাইকেলযোগে মেহেরপুর বাসা থেকে গাংনীর উদ্দেশে রওনা দেন। পথের মধ্যে গাড়াডোব নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেলের চালক ও দুই আরোহীসহ চারজন আহত হন। রোমানা আক্তারকে গুরুতর আহত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় বাকি তিনজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

গুরুতর আঘাতের ফলে রোগীর মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন মেহেররপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. তারিক আহমেদ।

পরিবার সূত্রে জানা যায়, ব্যক্তিগত কোনো কাজে মেহেরপুর থেকে গাংনীর উদ্দেশ্যে চাচাতো ভাই বাবুকে সঙ্গে করে রওনা দেয় রোমানা আক্তার। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলমান রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত 
ভাষাসৈনিক গোলাম কাওসার আর নেই
মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব কামরুল
মুক্তিযুদ্ধের সূতিকাগার কুষ্টিয়া মুক্ত দিবস আজ