• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

হাসপাতাল থেকে নবজাতক চুরি

আরটিভি নিউজ

  ১৮ ডিসেম্বর ২০২৪, ২১:২৪
ছবি: সংগৃহীত।

মাদারীপুরের কালকিনিতে সিজারিয়ান অপারেশনের পর যমজ নবজাতকের একটিকে চুরির অভিযোগ উঠেছে একটি প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী পরিবার কালকিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার ভুরঘাটা এলাকার বেসরকারি নিরাময় হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের ফয়সাল সরদারের অন্তঃসত্ত্বা স্ত্রী আয়েশা খানমকে ভর্তি করা হয় কালকিনির ‘ভুরঘাটা নিরাময় হাসপাতালে’। পরে হাসপাতালের চিকিৎসক সাইফুল ইসলামের মাধ্যমে পরীক্ষা করানোর পর আয়েশাকে জানানো হয় গর্ভে দুটি সন্তান রয়েছে। এজন্য দুটি বিছানা ও অপারেশনের জন্য প্রস্তুত হতে বলে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানকার গাইনি চিকিৎসক ডা. মুসলিমা জাহান ঐশী মঙ্গলবার বিকেলে সিজারিয়ান অপারেশন করে একটি ছেলে সন্তান দেন আয়েশার কোলে। অপর নবজাতকের বিষয়ে জানতে চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ প্রসঙ্গ এড়িয়ে বিষয়টি অস্বীকার করেন।

শিশুটির বাবা ফয়সাল সরদার অভিযোগ করে বলেন, সিজারিয়ান অপারেশনের আগেও বলছে দুটি বাচ্চার কথা। পরে বলে গর্ভে ছিল একটি সন্তান। হাসপাতাল কর্তৃপক্ষ একটি বাচ্চা চুরি করেছে। আমি আমার অন্য আরেকটি সন্তানকে ফেরত চাই। পাশাপাশি এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিচার চাই।

কালকিনির ভুরঘাটা নিরাময় হাসপাতালের প্রধান ও তথ্য প্রদান কর্মকর্তা হান্নান বেপারী বলেন, আমাদের এই হাসপাতাল নিয়ে ষড়যন্ত্রমূলক কাজ হইতেছে, তাই শিশুর পরিবার দুটি বাচ্চার কথা বলছে। যদি দুটি শিশুর কোনো প্রমাণ কেউ দেখাতে পারে তাহলে এই প্রতিষ্ঠান তালা মেরে আমরা সবাই চলে যাবো।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান, এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ ও নবজাতকের পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাসপাতাল ও আশপাশের এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদারীপুরের শীর্ষ ২ সন্ত্রাসী গ্রেপ্তার 
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, চিকিৎসক পলাতক
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর, হাত-পা বিচ্ছিন্ন শিশুর
শিবচরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু