• ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১
logo

গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে রাজবাড়ীর ডিসি

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:২৪
ছবি : আরটিভি

গভীর রাতে শীতার্তদের কষ্ট নিবারণে কম্বল নিয়ে জেলার খেটে-খাওয়া, অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বরাট খারঘুনা এলাকা ও লক্ষীকোল রাজারবাড়ী এলাকায় বাগদী সম্প্রদায়, পশ্চিম উড়াকান্দায় দেওয়ানবাড়ী নদীভাঙ্গন এলাকার হতদরিদ্র মানুষ এবং রাজবাড়ী রেলস্টেশন ও সড়কে গৃহহীন হতদরিদ্র শীতার্তদের শীতবস্ত্র কম্বল বিতরণ করেন তিনি।

রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, জেলায় শীতের প্রকোপ ক্রমশ বেড়েই চলছে। শীতার্তদের কষ্ট লাঘবে হতদরিদ্র, অসহায়, ছিন্নমূল মানুষদের জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জ্যোতিশ্বর পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তারিফ-উল-হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী সৈয়দ আরিফুল হকসহ জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তারা।

আরটিভি/এএএ


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩৭ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ আটক ১ 
রাজবাড়ীতে বাসচাপায় প্রাণ গেল পথচারীর
দেড় হাজার দুস্থ মানুষের পাশে ব্রাইট
রাজবাড়ীতে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা