চট্টগ্রামে আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে চট্টগ্রামবাসী। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আরটিভি চট্টগ্রাম ব্যুরো আয়োজন করে নানারকম অনুষ্ঠান। কেক কাটাসহ বর্ণাঢ্য আয়োজনে মুখরিত ছিল আরটিভি চট্টগ্রাম ব্যুরো।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে আরটিভি অফিস প্রাঙ্গণে এসে ভিড় জমাতে থাকে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতারা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরটিভি চট্টগ্রাম অফিস সাজানো হয় নতুন সাজে।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন আরটিভির চট্টগ্রাম অফিস ইনচার্জ আরিফুল ইসলাম। এরপর আগত অতিথিরা কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। আরটিভির অগ্রযাত্রাকে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রামের বিশিষ্টজনেরা। এ সময় চট্টগ্রামের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরায় আরটিভির প্রতি কৃতজ্ঞতা জানান অনুষ্ঠানে আসা অতিথিরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল আলম কচি, এনটিভির বিশেষে প্রতিনিধি শামসুল হক হায়দরী, মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লা, নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর।
মেয়র শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা শহর। এটি একটি বন্দর নগরী ও বাণিজ্যিক শহর। চট্টগ্রাম এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে। দেশ এগিয়ে যাচ্ছে। তার পাশাপাশি চট্টগ্রামও এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি চট্টগ্রামের যেসব সমস্যা ও সম্ভবনা আছে সেগুলো আরটিভি নিরপেক্ষভাবে তুলে ধরবে।
আরটিভি/এফআই
মন্তব্য করুন