• ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১
logo

নানার বাড়িতে এসে গর্তে পড়ে প্রাণ গেল মাদরাসাছাত্রের

আরটিভি নিউজ

  ২৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৯
নানার বাড়িতে এসে গর্তে পড়ে প্রাণ গেল মাদরাসাছাত্রের
ছবি : সংগৃহীত

ফেনীর পরশুরাম উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে বন্যায় সৃষ্ট বেড়িবাঁধের গর্তে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম রিদোয়ান ইসলাম রাদিব (৭)।

শনিবার (২৮ ডিসেম্বর) পরশুরাম উপজেলার সাতকুচিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পরশুরাম থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম।

নিহত রাদিব ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের রিপনের ছেলে। সে আনন্দপুর মাদরাসার নূরানি বিভাগের দ্বিতীয় জামাতের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, রাদিব উপজেলার সাতকুচিয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। বেলা সাড়ে ১১টার দিকে অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে শমসের গাজীর দিঘীর দক্ষিণ পাড়ে সাম্প্রতিক বন্যায় কহুয়া নদীর বেড়িবাঁধের ভাঙনে সৃষ্ট গর্তে পড়ে যায়।

রাদিবের মা জোবেদা আক্তার সাথী বলেন, রাদিবের সঙ্গে থাকা শিশুরা খবর দিলে সেখানে গিয়ে গর্ত থেকে রাদিবকে উদ্ধার করি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাদ আসর স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে পরশুরাম থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ‘শিশুর পরিবার মরদেহ দাফনের পর বিষয়টি অবগত করেছেন।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীতে আ. লীগ নেতা ও যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার
মাহফিল শেষে ফেরার পথে বাস উল্টে আহত ২০
ছাদ থেকে পড়ে মাদরাসাছাত্রের মৃত্যু
ফেনীতে শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু