কাভার্ড ভ্যানের চাপায় পথচারীসহ নিহত ২
কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে এক পথচারীসহ দুই জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বহলবাড়িয়া সেন্টার বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পথচারী গুরা সর্দার ও ভ্যানচালক বিটু। তাদের বাড়ি মিরপুর উপজেলার বহলবাড়িয়া এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে পেছন থেকে একটি ভ্যান ও এক পথচারীকে ধাক্কা দেয় পাবনা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান। এতে কাভার্ডভ্যানসহ ভ্যানচালক ও পথচারী সড়কের পাশে পুকুরে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ভ্যানচালক বিটু ও পথচারী গুরা সর্দারের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, কাভার্ডভ্যানের চাপায় একজন ভ্যানচালক ও আরও এক পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি ঘটনাস্থলে পড়ে রয়েছে। নিহত দুজনকে কুষ্টিয়ার ২৫০-শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
আরটিভি/এফএ
মন্তব্য করুন