• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

কুড়িগ্রামে বইছে মৃদু শৈত্যপ্রবাহ 

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ জানুয়ারি ২০২৫, ১৪:৫৫
ছবি : আরটিভি

উত্তর সীমান্তের জেলা কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়েই চলেছে। সর্বত্র জবুথবু অবস্থা। ছন্দপতন ঘটেছে মানুষের দৈনন্দিন জীবনে। কর্মহীন হয়ে পড়েছেন শ্রমজীবী মানুষেরা।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে এ অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আরও দুই একদিন তাপমাত্রা কমতে পারে বলছেন তারা।

গত তিন ধরে ক্রমান্বয়ে কমছে তাপমাত্রা। একই সঙ্গে উত্তরের ঠান্ডা বাতাস বইছে। আবহাওয়া সংশ্লিষ্টরা বলছে এ অঞ্চলের স্বাভাবিক তাপমাত্রা যেটি থাকে সেটিও কমে গেছে। সারাদিন কুয়াশা ঝরছে। দিনের বেলাতেও টিনের চালে বৃষ্টির মতো টপটপ শব্দে কুয়াশা নামছে। ফলে সড়কগুলোতে মানুষের চলাচল কমে গেছে। যানবাহনগুলো গাড়িতে হেডলাইট জ্বালিয়ে চলতে বাধ্য হচ্ছেন।

সবচেয়ে বিপাকে পড়েছেন কৃষক ও খেটে খাওয়া মানুষ। ঠান্ডার কারণে কাজে যেতে পারছেন না অনেকে। সকাল বেলা ঠান্ডার তীব্রতা বেশি থাকায় অতি প্রয়োজনীয় কাজ একটু দেরিতে করছেন কেউ কেউ। বিশেষ নদনদীর তীরবর্তী ও চরাঞ্চলগুলোতে বেশি দুর্ভোগে পড়েছেন মানুষ।

কনকনে ঠান্ডায় শীতবস্ত্রের অভাবে কষ্ট বেড়েছে মানুষের। ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষরা ঠান্ডা এড়াতে বাড়ির বাইরে যাচ্ছেন না খুব বেশি প্রয়োজন ছাড়া। গৃহপালিত পশুপাখি নিয়েও বিপাকে অনেকে।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, সকালে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আরও দুই থেকে তিন দিন কিছুটা তাপমাত্রা কমতে পারে এবং ঠান্ডা বাড়তে পারে। মৃদু শৈত্যপ্রবাহ দীর্ঘ হতে পারে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে হাতকড়াসহ আসামি ছিনতাই
নাগেশ্বরীতে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার  
৫ জেলায় ও এক বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ
শীতে কাবু কুড়িগ্রামের মানুষ