• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

চালককে মারধর করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ০৩ জানুয়ারি ২০২৫, ১৯:১৮
চালককে মারধর করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৪
ছবি : আরটিভি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চালককে মারধর করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে নগরের বায়েজিদ ও রাউজান উপজেলাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাউজানের উরকির চর এলাকার মো. আবুল কাশেম (৩২), মোহাম্মদ করিম (৩৪), ভোলার লালমোহনের মোহাম্মদ আব্বাস (৩০) এবং আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের মোহাম্মদ জিসান (১৯)।

এর আগে বুধবার (১ জানুয়ারি) ভোরে চালক মিজানুর রহমান (২৮) গ্যাস নিতে ফিলিং স্টেশনের উদ্দেশে যান। যাওয়ার পথে উপজেলার ভোজন বাড়ি রেস্টুরেন্টের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চালককে প্রাণনাশের ভয় দেখিয়ে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। ওই দিন মো. রিপন এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে। তবে অটোরিকশা উদ্ধার করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হয়।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে ৪ তলা ভবনে আগুন
বেতনের টাকা কাটছিল ঋণদান প্রতিষ্ঠান, কর্মীর আত্মহত্যা
ডিসি পার্কে ফুল উৎসব উদ্বোধন
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুরের নবনির্বাচিত পরিষদের অভিষেক