ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

চাঁদপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:৫৮ পিএম


loading/img

চাঁদপুরের কচুয়ায় উপজেলার ছোট ভবানীপুর এলাকায় ফারুক হোসেন (৪৫) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। 

ফারুক হোসেনের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তবে বিয়ের পর শ্বশুর বাড়ি কুমিল্লা জেলার বরুড়া থানার লক্ষ্মীপুর-রহমগঞ্জ গ্রামে স্ত্রী ও তিন সন্তান নিয়ে থাকতেন।

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য আবু ছাইদ বলেন, সড়কের পাশে মরদেহ দেখে পুলিশ খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। 

ফারুকের পরিবার জানিয়েছে, তিনি নতুন অটোরিকশা কিনেছিলেন। চোর চক্র তাকে নির্জন স্থানে নিয়ে এসে হত্যা করে অটোরিকশাটি নিয়ে যায়। ফারুক নিয়মিত চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের মুদাফফরগঞ্জ-লক্ষ্মীপুর এলাকার অটো চালাত।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, মরদেহের গলায় একটি দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে যায় চোর চক্র। পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে তদন্ত চলবে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |