ছাত্রদের আত্মত্যাগের ফলে দেশ স্বাধীন হয়েছে, তারাই দেশকে সম্মানিত করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মঈন খান বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে দেড় দশকের স্বৈরাচার শাসকের পতন হয়েছে। ছাত্রদের আত্মত্যাগের ফলে দেশ স্বাধীন হয়েছে। ছাত্ররাই পারে দেশকে সম্মানিত করতে।
তিনি বলেন, একজন রাজনীতিবিদ গুলির সামনে দাঁড়াতে গেলে অনেক কিছু চিন্তা করে। ছাত্ররাই পারে নির্দ্বিধায় গুলির মুখে দাঁড়াতে। একজন ছাত্র নীতির জন্য জীবন দিতে দ্বিধা করেন না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় গবেষণাবিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ড. মোরশেদ আসিফ হাসান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আবুল হাসনাত মো. শামীম ও বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম।
আরটিভি/এফএ/এআর