• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

শীতের মাঝেই বৃষ্টির আভাস

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২৫, ২০:৩১
শীতের মাঝেই বৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

উত্তরের জনপদ দিনাজপুর। এই জেলা হিমালয়ের সম্মুখে হওয়ার কারণে শীতের প্রকোপ অনেকটাই বেশি।

রোববার (৫ জানুয়ারি) সকাল ৯টায় দিনাজপুর জেলাতে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ শীতের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন।

তিনি বলেন, বর্তমানে আবারও হিমালয়ের সম্মুখে একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ বৃহৎ আকারের জলীয়বাষ্পের বলয় বিরাজ করছে। যেটি একটি প্রাচীরের মতো কাজ করছে এবং উত্তরের হিমেল বাতাসকে আটকে দিয়েছে। উত্তরের বায়ু থমকে যাওয়ায় দক্ষিণ বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করছে এবং মেঘের সৃষ্টি হচ্ছে। ধীরে ধীরে মেঘের পরিমাণ বৃদ্ধি পাবে এবং আগামী ৮ থেকে ১০ জানুয়ারির মধ্যে উত্তরের জেলাগুলোর কিছু কিছু স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর উত্তরের হিমেল বায়ু আবারও সক্রিয় হতে পারে এবং তাপমাত্রা বেশ কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে একটি শৈত্যপ্রবাহ বিরাজ করতে পারে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা
হিলিতে কমেছে আলু ও পেঁয়াজের দাম
বেড়েছে তাপমাত্রা, কমেছে শীতের প্রকোপ
বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ৩৬ রোহিঙ্গা বাংলাদেশে, হেফাজতে নিলো বিজিবি