সোনাইমুড়ীতে চাঁদা না পেয়ে বসতঘর ভাঙচুরের অভিযোগ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় দাবি করা চাঁদা না পেয়ে বসতঘরে হামলা, ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত ৯টার দিকে উপজেলার দেউটি ইউনিয়নের পালপাড়া গ্রামের আব্দুল করিমের বাড়িতে এ ঘটনা ঘটে।
সোমবার (৬ জানুয়ারি) এ বিষয়ে আব্দুল করিম বাদী হয়ে আরিফ হোসেন ও রাজুর নাম উল্লেখ করে ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দিবাগত রাত ৯টার দিকে পালপাড়া গ্রামের আব্দুল করিমের নতুন বাড়িতে একই গ্রামের নাদু মেম্বারের বাড়ির আরিফ হোসেন ও খালাসি বাড়ির রাজুর নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একদল লোক দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আব্দুল করিমের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে।
এর আগে হামলাকারীরা আব্দুল করিমের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। আব্দুল করিম টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার বসতবাড়িতে হামলা চালায়।
এ বিষয়ে ভুক্তভোগী আব্দুল করিম বলেন, ‘আমার ওপর কয়েকবার হামলা হয়েছে। এখন এলাকা ছেড়ে ঢাকায় চলে যাবো।’
সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম বলেন, ‘এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আরটিভি/এমকে
মন্তব্য করুন