• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

নোয়াখালীতে শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই ১১ দোকান

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২৫, ১২:০৯

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে অগ্নিকাণ্ডে ১১টি দোকানসহ ২টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বুধবার (২২ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের আফাজিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বুধবার রাতে উপজেলার সুখচর ইউনিয়নের আফাজিয়া বাজারের একটি কসমেটিক দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১১টি দোকান ও দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

হাতিয়া ফায়ার সার্ভিসের স্টেশনের লিডার হারুনুর রশীদ জানান, অগ্নিকাণ্ডের খবরে হাতিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরমধ্যেই ১১ দোকান ও দুটি বসতঘর পুড়ে যায়। এরমধ্যে কাপড় দোকান, চা দোকান, কসমেটিক দোকান, গ্যাসের দোকানসহ বিভিন্ন দোকান ছিল। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আরটিভি/একে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের গুজব, নিহত ১২
শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই
সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই
নোয়াখালীতে আগুনে পুড়ল ১২ দোকান