বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক, সীমান্তে নির্মাণ কাজ বন্ধ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত ঘেঁষে ভারতীয় কর্তৃপক্ষের সড়ক ও কাঁটা তাঁরের বেড়া নির্মাণের ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার, ৫৯ বিজিবির অধিনায়কসহ বিজিবির কর্মকর্তারা। পরে সেখানে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
সেই বৈঠকের পর বিএসএফ অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেয় ও নির্মাণকাজ বন্ধ রেখেছে বলে জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
এর আগে সীমান্তে রাস্তা ও বেড়া নির্মাণকাজের তোড়জোড় শুরু হলে বিজিবি টহল দল বাধা প্রদান করে। তারপরও সীমান্ত এলাকায় অতিরিক্ত জনবল নিয়োগ করে নির্মাণ কাজ চালাচ্ছিল ভারতীয় কর্তৃপক্ষ। এ নিয়ে সীমান্তে সতর্ক অবস্থান নেয় বিজিবি, সেই সাথে বৃদ্ধি করে নিজেদের টহল। বিজিবির এমন সতর্ক অবস্থা দেখে সীমান্ত এলাকার মানুষের মাঝে সৃষ্টি হয় আতঙ্ক। উত্তেজনা সৃষ্টি হয় সীমান্তের উভয় পাশেই।
চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্ত পিলার ১৭৭/২ এস হতে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে চৌকা মাঠ নামক স্থানে (যার জিআর নম্বর ০৪৭৩৭২ এম এস ৭৮ডি/২) কাঁটা তারের বেড়া নির্মাণের জন্য ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সবদেলপুর ক্যাম্প মাটি খননের কাজ শুরু করলে বিজিবি বাধা দেয়। এ নিয়ে আজ আমরা পতাকা বৈঠক করেছি, পতাকা বৈঠকের পর বিএসএফ অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেয় ও নির্মাণকাজ বন্ধ রাখে। বর্তমানে সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
আরটিভি/কেএইচ
মন্তব্য করুন