• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

পঞ্চগড়ে বাসের ধাক্কায় এনজিও কর্মী নিহত

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:৫৮
পঞ্চগড়ে বাসের ধাক্কায় এনজিও কর্মী নিহত
ছবি : আরটিভি

পঞ্চগড় জেলা শহরে বাসের ধাক্কায় পথচারী এনজিও কর্মী হোসনে আরা বেগম ওরফে মালা (৪২) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৪ জন। মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের নজরুল পাঠাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার ওসি এস এম মাসুদ পারভেজ।

নিহত মালা পঞ্চগড় পৌরসভার ধাক্কামারা এলাকার শামসুজ্জোহা তরুণের স্ত্রী। তিনি বেসরকারি এনজিও আশাতে মাঠকর্মী হিসেবে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা নুসাইবা এক্সপ্রেস নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে জেলা শহরের মিঠাপুকুর এলাকায় কয়েকটি ইজিবাইককে ধাক্কা দেয়। এরপর জেলা শহরের প্রাথমিক শিক্ষা অফিসের সামনে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় বাসটি। এ সময় মোটরসাইকেলে থাকা হোসনে আরা মালা ছিটকে মহাসড়কে পড়ে গিয়ে বাসচাপায় ঘটনাস্থলেই মারা যান। আহত হন মোট ১৪ পথচারী। খবর পেয়ে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জানা যায়, দুর্ঘটনায় আহতদের মধ্যে পাঁচজনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, ‘এ ঘটনায় লুসাইবা পরিবহন নামে একটি বাস এবং চালকের সহকারীকে আটক করা হয়েছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হোসনে আরাসহ পথচারী অটো ইজিবাইককে ধাক্কা দেয়। নিহতের মরদেহের সুরতহাল শেষ হয়েছে। বাসের মালিক ও চালকের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজিবির বিশেষ অভিযান, ২৫ লাখ টাকার কষ্টিপাথর উদ্ধার
পঞ্চগড়ে অর্ধকোটি টাকা মূল্যের কোকেন-হেরোইন জব্দ
পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার, সেক্রেটারি রাশেদ
পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ৯ ডিগ্রির ঘরে