অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান আসলাম চৌধুরীর

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫ , ০৩:৫৪ পিএম


অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান আসলাম চৌধুরীর
ছবি : আরটিভি

সাধ্য অনুযায়ী দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। তিনি বলেন, সবাই মিলেমিশে যতটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলি এলাকায় অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

‘জেএএম ফাউন্ডেশনের’ উদ্যোগে উত্তর কাট্টলী নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে গরিব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণের আয়োজন করা হয়। 

বিজ্ঞাপন

দেশ এখনও ষড়যন্ত্রকারীদের কবলে রয়েছে বলে মন্তব্য করে আসলাম চৌধুরী বলেন, তারা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমাদের সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র মেরামতের কাজ করতে হবে। দীর্ঘ ১৫ বছর যারা গরিব, অসহায় মানুষের রাষ্ট্রীয় বরাদ্দ লুট করেছে, মানুষের মৌলিক অধিকার লুট করেছে তারা আজ দেশ থেকে পালিয়েছে। পালানোর সঙ্গে তারা তাদের লুট করা অর্থ বিদেশে পাচার করেছে। দেশের মানুষ এখন গণতন্ত্র ফিরে পেয়েছে। আমরা সবাই এই গণতন্ত্র ও বিজয়কে রক্ষা করতে ঐক্যবদ্ধভাবে কাজ করব।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে; তাই সুখ-দুঃখে পাশে দাঁড়ান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। আমরা সেই নির্দেশ বাস্তবায়ন করে দেশের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ফ্যাসিস্ট হাসিনা দেশের অর্থনৈতিক ক্ষতি করে গেছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নিতে হবে।

১০ নম্বর উত্তর কাট্টলী বিএনপির সভাপতি রফিক উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মোহাম্মদ শহিদ, আকবরশাহ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন মঈনু, মাইনুদ্দিন চৌধুরী, শামসুল আলম, আব্বাস রশিদ, ফরিদুল আলম, আইয়ুব খান প্রমুখ বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission