• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর 

আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২৫, ২০:০৬
ছবি: সংগৃহীত।

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের রথখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক তুহিন শেখ (৩০) মাদারীপুরের রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের লিয়াকত শেখের ছেলে এবং আরোহী মুকুল শেখ (২৮) একই গ্রামের নুরু শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধু মুকুলকে সঙ্গে নিয়ে ফরিদপুরের ভাঙ্গার দিকে ঘুরতে বের হয় তুহিন। ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের রথখোলা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে মাদারীপুরগামী যাত্রীবাহী একটি বাস তাদেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে রাজৈরের টেকেরহাটের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ 
বেপরোয়া ট্রাক কেড়ে নিলো শিক্ষার্থীর প্রাণ
থানা থেকে আসামি পলাতক, ২ পুলিশ বরখাস্ত
চার খাটিয়া রাখা উঠানে, লাশের অপেক্ষায় স্বজনরা