• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

বরিশালে যুবলীগ নেতার পায়ের রগ কেটে দিলো দুর্বৃত্তরা

আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২৫, ০৬:৪৪
বরিশালে যুবলীগ নেতার পায়ের রগ কেটে দিলো দুর্বৃত্তরা
ছবি : সংগৃহীত

বরিশালে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী যুবলীগ নেতাকে শাহরিয়ার সচিব রাজীব ওরফে পন্ডিত রাজীবকে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তিনি মহানগর যুবলীগের ২১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ১০টার দিকে নগরীর গোরস্থান রোড এলাকায় এ ঘটনা ঘটে। রাজীবকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজীব রাত ১০টার দিকে বাজার নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় অস্ত্রধারী দুই যুবক আকস্মিক পেছন থেকে এসে এলোপাথাড়ি কুপিয়ে পায়ের রগ কেটে দেয়। কুপিয়ে জখম করার সিসি ক্যামেরার ফুটেজ স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

যুবলীগ নেতা রাজীবের বোন শাহীনা আজমিন জানান, স্থানীয় টেইলার্স বাচ্চুর সঙ্গে তার ভাইয়ের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে। এর জেরে বাসায় ফেরার পথে বাচ্চুসহ অজ্ঞাত আরও একজন তার ভাইকে নির্মমভাবে কুপিয়েছে৷ তার অবস্থা আশংকাজনক। তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে রাজীবকে ধাওয়া করে। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। দু’জনকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে। কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে এখনও নিশ্চিত হওয়া যায়নি। রাজীবের দুই পা হাত ও বুক কুপিয়ে জখম করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

আরটিভি/কেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোহানের চার-ছক্কার বৃষ্টিতে ডুবে গেল বরিশাল, অবিশ্বাস্য জয় রংপুরের
মায়ার্সের ক্যামিওতে বড় পুঁজি বরিশালের
প্রতিশোধ নেওয়ার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বরিশাল
ছয় মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব: আলাল