মেঘনা নদীতে বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষ, নিহত ২
মুন্সিগঞ্জে গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেড-স্পিডবোটের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালিপুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাবুল (৩৫) ও ওয়াদুদ মন্ডল (৪০)। তাদের দুজনেরই বাড়ি গজারিয়ার গুয়াগাছিয়ায়। ওয়াদুদ মেঘনা নদীতে ডাকাতির ঘটনায় অভিযুক্ত পিয়াসের ভাই বলে জানিয়েছে পুলিশ।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাবুল (৩৫) নামে একজনের মরদেহ দেখতে পাই। অপর নিহত ব্যক্তি হলেন- ওয়াদুদ মন্ডলের (৪০) মরদেহ পুলিশ আসার আগেই নিয়ে যান তার সাথে থাকা লোকজন। এছাড়া গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়েছে। তবে তিনি কথা বলতে পারছেন না বলে জানান ওসি আনোয়ার আলম আজাদ।
মরদেহ উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে জানিয়ে তিনি জানান, প্রাথমিকভাবে ঘটনাটি দুই স্পিডবোটের সংঘর্ষ মনে হলেও প্রকৃত ঘটনা উদঘাটনে নৌ-পুলিশকে খবর দেয়া হয়েছে। এ ঘটনায় তারাই পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে বলেও জানান গজারিয়া থানার ওসি।
গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার বলেন, দুর্ঘটনাকবলিত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়। বাকি একজনের অবস্থা গুরুতর। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আলামিন বলেন, রাতের অন্ধকারে দ্রুতগতির একটি স্পিডবোট নদীতে নোঙর করে রাখা বাল্কহেডে ধাক্কা দিলে এই সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হয়েছেন। তবে স্পিডবোটে ১০-১২ জন ছিলেন বলে জানতে পেরেছি। কয়েকজন এখনও নিখোঁজ রয়েছে বলেও জানান তিনি।
আরটিভি/কেএইচ
মন্তব্য করুন