ঢাকাশুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রী নিশি গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ , ০৯:৩৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার দেবহাটা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন দেবহাটা থানার ওসি হযরত আলী।

গ্রেপ্তার নিশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার সাবেক সভাপতি। তিনি ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন এলাকায় একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ওসি হযরত আলী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, নিশি দেবহাটা উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী রাশিদুল ইসলামের বাসায় অবস্থান করছেন। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারের পর নিশিকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |