• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

চলন্ত ফেরি থেকে লাফ দিয়ে অজ্ঞাত নারী যাত্রী নিখোঁজ

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২৫, ২৩:৫৯
চলন্ত ফেরি থেকে লাফ দিয়ে অজ্ঞাত নারী যাত্রী নিখোঁজ
ছবি : আরটিভি

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলন্ত ফেরি থেকে মাঝ পদ্মা নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়েছেন এক মধ্যবয়সী নারী যাত্রী।

সোমবার (১৩ জানুয়ারী) সকাল ১২টার দিকে পাটুরিয়া থেকে দৌলতদিয়া ছেড়ে আসা ‘বাইগার’ নামক এক মাঝারি ফেরিতে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারী যাত্রীর কোন সন্ধান পাওয়া যায়নি।

পাটুরিয়া থেকে ছেড়ে আসা বাইগার ফেরিতে থাকা কুষ্টিয়াগামী লালন পরিবহনের তত্বাবধায়ক সাইদুল ইসলাম মুঠোফোনে জানান, সোমবার সকাল সোয়া ১২টার দিকে পাটুরিয়া ঘাট থেকে তাদের ফেরিটি দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। ফেরিটি মাঝ নদীতে পৌছার পর ফেরির অগ্রভাগে বাম পাশের পকেটের কাছে অপেক্ষমাণ বোরকা পড়া এক নারী আকস্মিকভাবে পদ্মা নদীতে লাফ দেন। তিনি পরনে বোরকা ও মাথায় সাদা রঙের স্কার্ফ পরিহিত ছিলেন। তার আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, ‘এ ধরনের সংবাদ পেয়েছি। আমাদের লোকজন খোঁজখবর নিচ্ছেন। তবে এখন পর্যন্ত ওই নারীর কোনো সন্ধান পায়নি।’

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (ওসি) ইমরান মাহমুদ বলেন, ‘খবর শুনে নৌ পুলিশের সদস্যরা দৌলতদিয়া থেকে পদ্মা নদীতে খোঁজখবর নিচ্ছেন। এখন পর্যন্ত নিখোঁজ নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি। পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪১ ঘণ্টা পর রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল শুরু
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০
রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি
বড়শি‌তে ধরা পড়ে‌ছে ১৬ কেজির বোয়াল, যত টাকায় বি‌ক্রি