• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প: অবৈধ মাটিকাটা বন্ধে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২৫, ১৩:৫৮
পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প: অবৈধ মাটি কাটা বন্ধে মানববন্ধন 
ছবি : আরটিভি

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পিলারের নিচ থেকে অবৈধ মাটিকাটা বন্ধের দাবিতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় গ্রামবাসী।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া এলাকায় অবৈধভাবে মাটিকাটা বন্ধের দাবি জানিয়ে প্রকল্পের ক্ষতিগ্রস্ত স্থানে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন গ্রামবাসী।

এতে অংশ নেন ওই উপজেলার খাসকান্দি ও চরপানিয়াসহ অন্তত ১১টি গ্রামের স্থানীয় কয়েক শতাধিক মানুষ।

মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, সরকার পতনের সুযোগে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের মাধ্যমে রাতের আঁধারে অবৈধভাবে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের পিলারের নিচ থেকে মাটি কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। এতে প্রকল্পের স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কয়েকটি গ্রামের সড়ক পথের যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। তাই দ্রুত অবৈধ মাটিকাটা বন্ধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ঝুঁকিতে পড়বে প্রকল্প ও বিপদে পড়বে স্থানীয় বসিন্দারা।

শিগগিরই অবৈধ মাটিকাটা স্থায়ীভাবে বন্ধ করাসহ মাটি বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান ভুক্তভোগীরা।

এ সময় দ্রুত দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

মানববন্ধনে স্থানীয় কৃষকরা জানান, অবৈধভাবে মাটিকাটার ফলে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর তীরবর্তী দুটি গ্রামের সংযোগ সড়কসহ কৃষিজমির মাটি। এতে ব্যাহত হচ্ছে ফসলের উৎপাদনসহ স্থানীয়দের দৈনন্দিন যাতায়াত কার্যক্রম।

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষার্থীকে ছুরিকাঘাতের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন 
রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সচিবকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন
নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন
পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে রাবির শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ