• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

নওগাঁ প্রেস ক্লাবের আহ্বায়ক বুলবুল, সদস্যসচিব জয়

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২৫, ২০:১৯
ছবি: সংগৃহীত।

নওগাঁ জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রেস ক্লাবের সভাপতি মো. আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে নাছিমুল হক বুলবুল (ডেইলি ইন্ডাস্ট্রি) আহ্বায়ক, আসাদুর রহমান জয় (এনটিভি/আমাদের সময়/ ইউএনবি) সদস্য সচিব, মো. আবু বকর সিদ্দিক (মাই টিভি/ভোরের কাগজ) সদস্য, এম আর ইসলাম রতন (প্রতিদিনের বাংলাদেশ/একুশে টিভি) সদস্য এবং একে সাজু (ডিবিসি নিউজ) কে সদস্য করা হয়েছে।

সভাপতি আবু বকর সিদ্দিক জানান, সম্প্রতি প্রেসক্লাবে বিভিন্ন অনিয়মসহ বিতর্কিত কার্যক্রম সংঘটিত হওয়ায় সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে। পেশাদার বেশ কিছু সাংবাদিক প্রেসক্লাবের বাইরে থেকে তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন। এ নিয়ে প্রশাসনসহ সব মহল অসন্তোষ প্রকাশ করায় সার্বিক বিষয়ে বিবেচনা করে নওগাঁ জেলা প্রেসক্লাবের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আহ্বায়ক কমিটি প্রেসক্লাবের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। আজ থেকেই আহ্বায়ক কমিটি প্রেসক্লাবের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। সব সদস্যকে নতুন আহ্বায়ক কমিটিকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সভাপতি।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়