• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে ধরা পাসপোর্ট অফিসের কর্মকর্তা

ঠাকুরগাঁও প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২৫, ১৬:০৪
ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে ধরা পাসপোর্ট অফিসের কর্মকর্তা
ছবি : আরটিভি

ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট ফারুক আহমেদকে ঘুষ লেনদেনের সময় আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার ঠাকুরগাঁও পৌর শহরের বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক।

জানা যায়, পাসপোর্ট সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে এক গ্রাহকের কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করেন ফারুক। প্রথম কিস্তির ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের একটি বিশেষ দল তাকে আটক করে।

ভুক্তভোগী মেহজাবিন সরকার পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছিলেন, এতে ঘুষ চাওয়ার বিষয়টি দুদককে তিনি জানালে এই অভিযান পরিচালিত হয়।

দুদক জানায়, ফারুক আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের মামলা করা হয়েছে। এ ছাড়া তার ঘুষগ্রহণের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ঠাকুরগাঁও দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক বলেন, একজন ভুক্তভোগীর অভিযোগে আমাদের একটি গোপন দল সেই এলাকায় অবস্থান নেয়। পরে ভুক্তভোগীর কাছ থেকে টাকা নিতে এলে তাকে আমরা হাতেনাতে আটক করি।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শৈশবের বন্ধুদের সঙ্গে আনন্দ-আড্ডায় মির্জা ফখরুল, শোনালেন আবৃত্তি
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের দাবি, যা বলছে ফ্যাক্টচেক
ঠাকুরগাঁওয়ে 'ইত্যাদি'র শুটিংয়ে ভাঙচুরের ঘটনায় ফের হানিফ সংকেতের কড়া জবাব