ঢাকাশুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ , ০৯:৩৭ পিএম


loading/img
ছবি : আরটিভি

চাঁদপুরে ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। 

বিজ্ঞাপন

বুধবার (১৫ জানুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল। 

তিনি জানান, উদ্ধারকৃত মৃত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম গাজী। চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগাদী গ্রামের আলী গাজী বাড়ীর মৃত আশ্রাফ আলী গাজীর ছেলে। তিনি ১ ছেলে ৪ কন্যাসন্তানের জনক।

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোসেন গাজী বলেন, সিরাজুল ইসলাম দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে দেশে চলে এসেছেন এবং বাড়িতেই থাকতেন। গত এক সপ্তাহ পূর্বে তিনি বাড়ি থেকে শহরে আসার সময় ওয়ারলেস এলাকা থেকে নিখোঁজ হন। এই বিষয়ে পরিবার থেকে পত্রিকায় সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। জানতে পারলাম আজ তার মরদেহ নদী থেকে পুলিশ উদ্ধার করেছে।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ হয়েছে, তারা থানায় এসেছেন। ময়নাতদন্ত এবং আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি/এএএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |